অর্ডার করলেই পাচ্ছেন ধামাকা অফার
Terms & Condition
“MBC” (Mom Best Care) একটি ই-কমার্স প্রতিষ্ঠান যা নিজস্ব উৎপাদিত এবং সরবরাহকৃত পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে।
(১) তথ্য নিরাপত্তা
“MBC” প্রতিষ্ঠান আপনাকে নিশ্চিত করছে যে, আপনার প্রদত্ত কোন তথ্য” MBC” পার্টনার ব্যতীত অন্য কোন থার্ড পার্টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হবে না। “MBC”গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল এ জাতীয় ট্রাকিং টুলসের মাধ্যমে এই সাইটে আপনার প্রবেশ ট্রাকিং করবে যা পরবর্তীতে আপনাকে “MBC” এর বিজ্ঞাপন দেখতে সহায়তা করবেন।
(২) ইনট্যালেক্টচুয়াল প্রপার্টি:
“MBC” কোন ইনট্যালেক্টচুয়াল প্রপার্টি যেমন, প্রোডাক্টের ডিজাইন, বিজ্ঞাপনী কন্টেন্ট ইত্যাদি হুবুহু কপি করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, এ ধরণের কোন স্ক্যাম দেখলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
(৩) বিভ্রান্তকর তথ্য:
ব্যবহারকারী কর্তৃক কোনরূপ ভুল তথ্য প্রদানের মাধ্যমে তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভ্রান্ত বা বিরক্ত করলে সেটির দায়ভার “MBC” প্রতিষ্ঠান নিবে না। অর্ডারের ক্ষেত্রে ব্যবহারকারী সঠিক তথ্য প্রদান করতে হবে। তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সম্মতি প্রয়োজন হব।
(৪) থার্ড পার্টি লিংক:
এই ওয়েবসাইটে প্রয়োজনানুসারে থার্ড পার্টি লিংক (যেমন- ইউটিউব, ফেইসবুক ইত্যাদি) ব্যবহার করা হতে পারে। ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে, এই ওয়েবসাইটের মধ্যে কোন লিংকে ক্লিক করে ব্যক্তিগত কোন তথ্য সেখানে প্রদান না করার জন্য। এক্ষেত্রে “MBC” প্রতিষ্ঠান কোনরূপ দায়ী থাকবে না।
(৫) অর্ডার সংক্রান্ত শর্তাবলী:
অর্ডারকৃত পণ্য আংশিকভাবে (পার্শিয়াল) প্রেরণ বা গ্রহণ করা সম্ভব নয়। সম্পূর্ণ অর্ডার একসাথে প্রসেস ও ডেলিভারি করা হবে।
(৬) আইনসঙ্গত নয়, আমাদের এমন কোন বিষয় আপনি অবগত হলে অনুগ্রহ করে আমাদেরকে অবহিত করুন। এক্ষেত্রে আমাদেরকে ইমেইল করতে পারেন
Email: mbcponno@gmail
উপরোক্ত শর্তাবলী মেনে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন।
আমাদের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
নিড হেল্প?
যুক্ত হোন আমাদের কমিউনিটিতে
আমাদের সম্পর্কে
প্রয়োজনীয় পেইজ
আমাদের সহযোগী

Copyright © 2025 Mom Best Care | Developed by WebFrik