অর্ডার করলেই পাচ্ছেন ধামাকা অফার
Return & Refund Policy
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহক, “MBC” হচ্ছে একটি গ্রাহকবান্ধব ই-কমার্স প্রতিষ্ঠান। আমাদের এক্সচেঞ্জ এবং রিটার্ন পলিসি অত্যন্ত ফেয়ার এবং ক্রেতাকে সন্তুষ্ট করার উপযোগী।
আমরা কোনভাবে আপনার ভোগান্তির কারণ হলে আমরা অবশ্যই সেটি সমাধান করবো ইনশাআল্লাহ। অনুগ্রহ করে পলিসি অনুযায়ী আমাদেরকে উপযুক্ত তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করুন।
এক্সচেঞ্জ পলিসি ———–
১. আনবক্সিং-এর সময় ভিডিও করতে হবে যা প্রডাক্ট মিসিং বা ড্যামেজের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেন। মিসিং পন্যের ক্ষেত্রে আনবিক্সং ভিডিও ছাড়া অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
ত্রুটিপর্ণূ বা ভুল পণ্য পেয়ে থাকলে আপনি সেটি এক্সচেঞ্জের জন্য পণ্য হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে ক্লেইম করতে হবে। এক্ষেত্রে আমরা কোনরূপ অতিরিক্ত ডেলিভারি চার্জ ছাড়াই পণ্যটি রিটার্ন নিয়ে নতুন আরেকটি পণ্য আপনাকে সরবরাহ করবো।
ক্লেইম করার জন্য অনুগ্রহ করে আমাদের হটলাইনে সরাসরি কথা বলবেন।
২. ইনভয়েস অনুযায়ী সঠিক পণ্য পেয়ে থাকলে এবং আপনি সেটি পরিবর্তন করতে চাইলে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
৩. ৭ দিন অতিক্রম হলে কোনরূপ ক্লেইম গ্রহণযোগ্য নয়।
রিটার্ন ও রিফান্ড পলিসি —————
১. ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে আপনি ইন্সট্যান্ট পণ্যটি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারেন।
২. মাইন্ড চেঞ্জের কারণে অথবা প্রদত্ত লোকেশানে উপস্থিত না থাকার কারণে অথবা পণ্য পরিপূর্ণরূপ মনোঃপুত না হলে রিটার্ন করতে চাইলে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
ঢাকা সিটির মধ্যে-৬৫/-
ঢাকা সিটির বাইরে-১৫০/
৩. পণ্য একদিনের বেশি ব্যবহার করলে করলে বা ত্রুটিমুক্ত সিল্ড প্রডাক্ট আনবক্স করলে সেটি ফেরত বা পরিবর্তনযোগ্য নয়। তবে ৭দিন ব্যবহারকালের মধ্যে কোন ত্রুটি পরিলক্ষিত হলে সেটি পরিবর্তনযোগ্য কিন্তু ফেরতযোগ্য নয়।
৪. সরবরাহকৃত পণ্য ফেরত দিয়ে অন্য পণ্য নিতে চাইলে অথবা রিফান্ড চাইলে ৭ কার্যদিবসের মধ্যে করে দিতে হবে।
৫. রিফান্ড ক্লেইম করলে পণ্যটি রিটার্ন করতে হবে। পণ্যটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর সেটি প্রতিশ্রুত অবস্থায় পেলে রিফান্ড করে দেয়া হবে। এ প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৭-১৫ কার্যদিবস সময় লাগতে পারে।
সম্মানিত গ্রাহক, “MBC” প্রতিষ্টানের রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ পলিসির সাথে একমত না হলে অনুগ্রহ করে এই অর্ডার করা থেকে বিরত থাকুন।
প্রবলেম সলভিং টিম,
“MBC” ই- কমার্স প্রতিষ্ঠান।
যে কোনো সাহায্যের জন্য
আমাদের কল করুন:- ০১৭১৭৫৩২৩২৮ এই নাম্বারে।
আমাদের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
নিড হেল্প?
যুক্ত হোন আমাদের কমিউনিটিতে
আমাদের সম্পর্কে
প্রয়োজনীয় পেইজ
আমাদের সহযোগী

Copyright © 2025 Mom Best Care | Developed by WebFrik